উত্তরাধিকার সনদ এর আবেদন প্রক্রিয়া

উত্তরাধিকার সনদ এর আবেদন প্রক্রিয়া শুরু করতে মেন্যুবার থেকে 'আবেদন' অপশনটি সিলেক্ট করুন


আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ 'আবেদনকারীর বিবরণ' অংশে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ করে ও ফাইল আপলোড করে সাবমিট করুন


আবেদন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ 'মৃত ব্যক্তির বিবরণ' অংশে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ ও ফাইল আপলোড করে সাবমিট করুন


আবেদন প্রক্রিয়ার তৃতীয় ধাপ 'ওয়ারিশগনের বিবরণ' অংশে 'উত্তরাধিকারী যোগ করুন' বাটনে ক্লিক করে ক্রমান্বয়ে সকল ওয়ারিশগণের তথ্য লিপিবদ্ধ করুন (যদি ওয়ারিশ বিদ্যমান থাকে); Terms and Conditions, Refund Policy, Privacy Policy এর পূর্বে থাকা চেকবক্সে টিক দিন এবং 'সাবমিট' বাটনে ক্লিক করে পরবর্তী যাচাইকরণ ধাপে যান


যাচাইকরণ(Verification) ধাপে ক্যাপচা(Captcha) কোডটি সঠিকভাবে লিখে ওটিপি(OTP) নাম্বার পাঠান বাটনে ক্লিক করুন


পরবর্তী ধাপে আপনার মোবাইলে এস এম এস(SMS) এর মাধ্যমে কিংবা ই-মেইল(Email) এর মাধ্যমে পাঠানো ওটিপি নাম্বারটি নির্ভূলভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি নাম্বার না গেলে 'পুনরায় ওটিপি(OTP) নাম্বার পাঠান' বাটনে ক্লিক করুন


আবেদনের বিস্তারিত সংশোধন ধাপে 'আবেদনকারীর বিবরণ' অংশে যদি কোন ত্রুটি থাকে তা সংশোধনের জন্য আবেদনকারীর বিবরণ এর পাশে থাকা 'এডিট করুন' বাটনে ক্লিক করে সংশোধন করুন

মৃত ব্যক্তির বিবরণ অংশে যদি কোন ত্রুটি থাকে তা সংশোধনের জন্য মৃত ব্যক্তির বিবরণ এর পাশে থাকা 'এডিট করুন' বাটনে ক্লিক করে সংশোধন করুন

ওয়ারিশগণের বিবরণ অংশে যদি কোন ওয়ারিশের বিবরণে ত্রুটি থাকে তা সংশোধনের জন্য নির্দিষ্ট ওয়ারিশের ক্রমিক নং এর পাশে থাকা 'এডিট করুন' বাটনে ক্লিক করে সংশোধন করুন

আবেদনের বিস্তারিত পর্যবেক্ষণপূর্বক কোন ত্রুটি থাকলে এডিট সম্পন্ন করে 'সাবমিট করুন' বাটনে ক্লিক করুন। যদি কোন ত্রুটি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র 'সাবমিট করুন' বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান

আপনার আবেদন সফলভাবে সাবমিট করার পর তাৎক্ষণিক আবেদন ফি পরিশোধ করতে 'আবেদন ফি প্রদান করুন' বাটনে ক্লিক করে আবেদন ফি প্রদান করুন। পরবর্তীতে ফি প্রদান করতে অবশ্যই আবেদন নাম্বার ও ট্র্যাকিং কোড সংরক্ষণ করুন।

আবেদন ফি প্রদানের সময় পেমেন্ট গেটওয়ের তালিকা থেকে আপনার সুবিধাজনক মাধ্যমটি সিলেক্ট করে উত্তরাধিকার সনদের জন্য নির্ধারিত ফি ২২০ (আবেদন ফি ২০০ টাকা+ কোর্ট স্ট্যাম্প ২০ টাকা ) টাকা প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন


আবেদন পরবর্তী ৩ দিনের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে মেন্যুবারের 'ফি প্রদান' বাটনে ক্লিক করে আবেদন নাম্বার ও ট্র্যাকিং কোড সাবমিট করে আবেদন ফি প্রদান সম্পন্ন করা যাবে। আবেদন পরবর্তী ৩ দিনের মধ্যে আবেদন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

ভবিষ্যতে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে প্রদানকৃত আবেদন নাম্বার ও ট্র্যাকিং কোড সংরক্ষণ করুন