জেলা প্রশাসকের বার্তা


man avatar

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দাদের বৈধ উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয় সনদপত্র হচ্ছে “জেলা প্রশাসক প্রদত্ত উত্তরাধিকার সনদপত্র”। এ সনদপত্রটি গ্রহণের জন্য দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষকে রাঙ্গামাটি জেলা সদরে এসে আবেদন এবং সনদপত্র গ্রহণ করতে হতো। রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দাদের সুবিধার্থে জেলা প্রশাসনের ইনোভেশন কার্যক্রমের আওতায় উক্ত কার্যক্রমটি অনলাইন করা হয়েছে। আমি জেলা প্রশাসক হিসেবে এ উদ্যোগটি সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মোহাম্মদ মোশারফ হোসেন খান
জেলাপ্রশাসক
রাঙ্গামাটি পার্বত্য জেলা


লক্ষ্য সমূহ


  • সেবা সহজীকরণে একটি অনলাইন প্লাটফর্ম
  • কম সময়, কম খরচ এবং অফিসে না এসে সনদের আবেদন
  • আবেদনের সাথে সাথে মোবাইলে/ইমেইলে ট্র্যাকিং আইডি প্রাপ্তি
  • আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য প্রাপ্তি
  • সনদ প্রস্তুত হওয়ার সাথে সাথে মোবাইলে/ ইমেইলে তথ্য প্রাপ্তি
  • দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসে সনদ প্রাপ্তি/সংগ্রহ
  • অনলাইনে দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করা

সেবা সমূহ





নতুন সনদের জন্য আবেদন

আপনাকে ফরম পূরণের মাধ্যমে
একটি নতুন সনদের জন্য আবেদন করতে হবে।







অগ্রগতির অবস্থা পর্যালোচনা করুন

একটি নতুন সনদের জন্য আবেদন করার পর
আপনি অগ্রগতি পর্যালোচনা করতে পারেন।





সনদ ডাউনলোড করুন

আপনি ঘরে বসেই আপনার সনদটি
ডাউনলোড করতে পারেন




প্রয়োজনীয় জিজ্ঞাসা



+
উত্তরাধিকার সনদ এর আবেদনের ক্ষেত্রে নিম্নোল্লিখিত ডকুমেন্ট সমূহ সংযুক্ত করতে হবে-

আবেদনকারীর তথ্য-

  • আবেদনকারীর ছবি; জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এই তিনটির মধ্যে অবশ্যই যে কোন একটির নাম্বার ও অনুলিপি প্রদান করতে হবে।
  • মৃত ব্যক্তির তথ্য-

  • জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এই তিনটির মধ্যে যে কোন একটি যদি থাকে তার নাম্বার ও অনুলিপি প্রদান করতে হবে।
  • মৃত ব্যক্তির সনদ নাম্বার(যদি থাকে) ও অনুলিপি প্রদান করতে হবে।
  • ওয়ারিশের তথ্য-

  • ওয়ারিশের ছবি; জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এই তিনটির মধ্যে অবশ্যই যে কোন একটির নাম্বার ও অনুলিপি প্রদান করতে হবে।
  • +
    আবেদনকারীকে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২২০ টাকা প্রদান করতে হবে।
    +
    আবেদন সম্পন্ন করার ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।
    +
    হ্যাঁ, ১৮ বছরের নিচে হলে তার জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হবে।
    +
    উত্তরাধিকার সনদ এর জন্য আবেদনের পর আপনাকে একটি ট্র্যাকিং কোড দেয়া হবে। যার মাধ্যমে আপনি আপনার সনদের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। সনদ প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ধাপসমূহ সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
    +
    আবেদনের পর প্রদত্ত ট্র্যাকিং আইডি দিয়ে আপনার সনদের বর্তমান অবস্থা চেক করতে হবে। যদি আপনার সনদ অনুমোদিত হয়ে থাকে তবে সনদ ডাউনলোড অপশনে গিয়ে ট্র্যাকিং কোড, ওটিপি ও ক্যাপচা কোড প্রদানের মাধ্যমে আপনার পরিচিতি নিশ্চিত করে উত্তরাধিকার সনদ ডাউনলোড করতে হবে।
    +
    জেলা প্রশাসক কর্তৃক প্রদানকৃত উত্তরাধিকার সনদে ইউনিক কিউআর কোড (QR Code) বিদ্যমান যা স্ক্যান করে সনদের বৈধতা যাচাই করা যাবে।
    +
    যদি কোন মৃত ব্যক্তির মৃত্যু সনদে সনদ নাম্বার না থাকে তবে শুধুমাত্র সনদের অনুলিপি আপলোড করতে হবে।
    +
    না, তিনটির মধ্যে যে কোন একটি প্রদান আবশ্যক।